এক কোম্পানীতে ছিলো এক পিঁপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত। ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে। কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত। তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে ...
আসসালামু আলাইকুম। এই সাইটটিতে প্রয়োজনীয় সকল ওয়েবসাইটের তালিকা করতে আমরা কাজ করছি। এই জন্য আমরা বিষয় ভিত্তিক পেজ তৈরী করছি। যাতে আলাদা বিষয়ের ওয়েবসাইট গুলো আলাদা পেজে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক ব্লগ পোস্ট করা হবে নিয়মিত, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন আপনাদের উৎসাহ। আপনারা যদি নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করেন, কমেন্ট করেন ও শেয়ার করেন সেটাই হবে উৎসাহ। আর এই উৎসাহ-ই ওয়েবসাইট টিকে আরোও সুন্দর বস্তুনিষ্ঠ করতে ভূমিকা রাখবে। ধন্যবাদ