আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ‘আশরাফুল মাখলূক্বাত’ বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْ آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلاً- (الإسراء ৭০)- ‘আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তু সমূহ হ’তে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি’ (ইসরা ১৭/৭০)। এখানে প্রথমে كَرَّمْنَا শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে, যা অন্য কোন সৃষ্টিকে দেওয়া হয়নি। যেমন জ্ঞান-বিবেক, চিন্তাশক্তি, ভাল-মন্দ ও ন্যায়-অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর فَضَّلْنَا শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে। যেমন মানুষের উন্নত হ’তে উন্নততর জীবন যাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোষাক-পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা, আইনানুগ ও সম...
আসসালামু আলাইকুম। এই সাইটটিতে প্রয়োজনীয় সকল ওয়েবসাইটের তালিকা করতে আমরা কাজ করছি। এই জন্য আমরা বিষয় ভিত্তিক পেজ তৈরী করছি। যাতে আলাদা বিষয়ের ওয়েবসাইট গুলো আলাদা পেজে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক ব্লগ পোস্ট করা হবে নিয়মিত, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন আপনাদের উৎসাহ। আপনারা যদি নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করেন, কমেন্ট করেন ও শেয়ার করেন সেটাই হবে উৎসাহ। আর এই উৎসাহ-ই ওয়েবসাইট টিকে আরোও সুন্দর বস্তুনিষ্ঠ করতে ভূমিকা রাখবে। ধন্যবাদ