সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আলেমসমাজ এবং সরকারের ঐক্য।


আলেমসমাজ এবং সরকার আমাদের দেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয়। বাংলাদেশের জন্য উভয়ের ভূমিকা এবং প্রয়োজন কথায় বলে শেষ করা সম্ভব না। সরকার ছাড়া একটি দেশ কল্পনা করা যায় না। আবার একটি দেশ এর জনগনকে সঠিকভাবে বুঝানো, সামাজিক অবক্ষয় রোধ করতে আলেমসমাজই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। তাই আজকের পর্বে আমরা আলেমসমাজ এবং সরকার এর গুরুত্ব ও তাদের ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবো।

প্রথমে জানবো কারা চায় আলেমসমাজ এবং সরকারের মধ্যে ফটল ধরুক অথবা সরকার আলেমসমাজকে দমন পীড়ন  করুক! 

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আলেমদের মুনাজাতের দৃশ্য।


প্রথমত, যারা ইসলাম বিদ্বেষী তারা চায় সরকার যেন কোন মতেই আলেমসমাজ কে গনায় না ধরে। আলেমসমাজকে দমনপীড়ন করে ইসলামের আওয়াজ বন্ধ করুক যাতে ইসলাম এই দেশে দূর্বল থাকে এবং শয়তান এর রাজত্ব চলে।
দ্বিতীয়ত, যারা বাংলাদেশের ধ্বংস চায় তারা। মূলত তারা বাংলাদেশকে একটি দূর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। বাংলাদেশে আলেমসমাজের একটা প্রভাব আছে। যদি সরকারের সাথে আলেমসমাজের দূরত্ব তৈরী হয় তাহলে সরকারই ক্ষতিগ্রস্থ হবে এবং সরকার দূর্বল হয়ে পড়ার সম্ভাবনা তৈরী হবে।আর একটি সরকার দূর্বল হওয়া মানেই একটা রাষ্ট্র দূর্বল হয়ে পড়া।
মূলত এই দুই প্রকারের লোকই চায় সরকার এবং আলেমসমাজের মধ্যে দূরত্ব তৈরী হউক।

২০১৩ সালের পর থেকে সরকার শক্তিশালী হয়েছে এর মূল কারণ হচ্ছে আলেমসমাজের সাথে সরকারের সক্ষ্যতা।

সরকারের সাথে ২০১৩ পর্যন্ত আলেমসমাজের দূরত্ব এবং তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। তখন সরকারের অবস্থা ও নড়বড়ে হয়ে পড়ে। এতে বাংলাদেশের অবস্থা নাজুক হওয়ার সম্ভবনা  তৈরী হয়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সরকারের সাথে আলেমসমাজের সক্ষ্যতার সম্পর্ক  তৈরী হয়। তারপর থেকে সরকার বিভিন্ন দেশবিরুধী ষড়যন্ত্র আলেমসমাজকে সাথে নিয়েই মোকাবিলা করেছে।
আলেমসমাজকে সাথে নিয়ে সরকারের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলার কয়েকটি চিত্র নিচে তুলে ধরা হলো।

১. জঙ্গি দমনঃ বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র হয় জঙ্গিবাদ উত্থান ঘটিয়ে। মুসলামান দেশগুলোর মধ্যে বাংলাদেশ যেহেতু ৪র্থ বৃহত্ত মুসলিম রাষ্ট্র সেহেতু জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরাই ছিল এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য।কিন্ত এই পর্যয়ে সরকার সরাসরি আলেমসমাজের সহয়তা কামনা করে। আর আলেমসমাজ সরাসরি জঙ্গিবাদের বিরুদ্ধে  জনমত গড়ে তুলতে সক্ষম হয় এবং ইসলামের সঠিক জ্ঞান জনগনের নিকট তুলে ধরতেও সমর্থ্য হয়। সরকার এবং আলেমসমাজের মধ্যে ভালো সম্পর্ক থাকায় জঙ্গিবাদ মোকাবেলা করা সহজ হয়েছে।

২. সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধঃ প্রতিবেশী মিয়ানমার এবং ভারতে ক্রমাগত সরকারি ভাবে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে মুসলমান নিধনের সময় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছিল যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলমান নিধন কে বৈধতা দেওয়া যায়। কিন্ত আলেমসমাজ অমুসলিমদের রক্ষায় মুসলমানদের ভূমিকা রাখতে বলেন পাশাপাশি  ইসলামে অমুসলিমদের অধিকার তুলে ধরে জনগনকে সচেতন করেন।যার ফলে নিশ্চিত দাঙ্গা থেকে দেশ রক্ষা পায়।

৩. করোনা মোকাবেলাঃ করোনা মোকাবেলায় সরকারকে প্রত্যক্ষ সহয়তা করেছে আলেমসমাজ। জনগনকে কুরআন এবং হাদিসের মাধ্যমে বুঝিয়েছে মহামারির সময় করনীয় কি! আলেমসমাজ করোনার মধ্যেও দাফন কাফনের ব্যবস্থা করেছে, যেখানে নিজের সন্তান বা আপনজন এগিয়ে আসেনি তখন আলেমসমােই এগিয়ে এসেছিল।

মূলত যারা সরকার এবং আলেমসমাজের মধ্যে দন্ধ লাগাতে চায় তারা চায় বাংলাদেশ দূর্বল থাকুক। তারা চায়  বাংলাদেশে জঙ্গিবাদ এর উত্থান ঘটিয়ে বাংলাদেশকে সিরিয়া বানাতে। যা তখনই সম্ভব যখন আলেমসমাজ এবং সরকারের মধ্যে দূরত্ব তৈরী হবে।
একটি দেশের সরকার হচ্ছে দেশের মেরুদন্ড এবং আলেমসমাজ হচ্ছে মস্তিষ্ক। দেশের সরকার যদি দূর্বল হয় তাহলে সে দেশ সোজা হয়ে দাড়াতে পারে না আর যদি আলেমসমাজ দূর্বল হয় তাহলে সে দেশের জাতি নষ্টামি, রাহাজানি, জাহেলিয়াতে ডুবে যায়। আলেমসমাজ আমাদের পথপদর্শক হিসেবে কাজ করে তারা আমাদের আল্লাহ বিরুধী কাজ থেকে সতর্ক করবেন এটাই স্বাভাবিক। এটাকে ইস্যূ করাই মুলত মূর্খামী, আমাদের আলেমসমাজকে যথাযথ সম্মান দেওয়া উচিৎ। কেউই ভুল মুক্ত না । মানুষ মাত্রই ভুল, সরকারের ভুলধরা মানেই সরকার বিরোধী না। পরিবারের লোকেরাই পরিবারের সদস্যদের ভুল বেশি ধরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্যঞ্জনবর্ণ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম। ব্যঞ্জনবর্ণ। বাংলায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি। ক      খ      গ      ঘ      ঙ      চ      ছ      জ      ঝ      ঞ      ট      ঠ      ড      ঢ       ণ      ত      থ      দ      ধ       ন      প       ফ      ব        ভ        ম       য        র      ল      শ      ষ      স      হ      ড়      ঢ়      য়      ৎ       ং       ঃ        ঁ।

গরমে চুলকানি থেকে মুক্ত থাকার কার্যকরী উপায়।

  গরমের দিনে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চুলকানির সমস্যা অনেকেরই বেড়ে যায়। ঘাম, আর্দ্রতা, ত্বকের সংবেদনশীলতা কিংবা ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই অস্বস্তি দেখা দিতে পারে। তবে কিছু সচেতনতা ও ঘরোয়া পদ্ধতি মেনে চললে গরমেও চুলকানি থেকে মুক্ত থাকা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত: গরমে চুলকানির প্রধান কারণঃ ১. ঘাম ও ময়লা জমা: ঘামের সাথে ময়লা ও ব্যাকটেরিয়া মিশে ত্বকে জমে, যা রোমকূপ বন্ধ করে ফুসকুড়ি বা চুলকানি সৃষ্টি করে।   ২. শুষ্ক ত্বক: গরমে পানিশূন্যতা ও এসি/ফ্যানের কারণে ত্বক শুষ্ক হয়ে চুলকায়।   ৩. অ্যালার্জি: গরমে ধুলোবালি, পরাগরেণু বা সিনথেটিক কাপড়ের সংস্পর্শে অ্যালার্জিজনিত চুলকানি হতে পারে।   ৪. মশা-মাছির কামড়: গরমে মশা-পোকা বেশি সক্রিয় হয়, তাদের কামড়ে ত্বকে জ্বালাপোড়া ও চুলকানি দেখা দেয়।   চুলকানি প্রতিরোধের ১০টি টিপসঃ ১. পরিষ্কার থাকুন: দিনে অন্তত দুবার হালকা গরম পানিতে গোসল করুন। ঘাম ও ময়লা দূর করতে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন।   ২. হালকা সুতির পোশাক: টাইট বা সিনথেটিক কাপড় এড়িয়ে সুতি/লিনেনের ঢিলেঢালা পোশাক পরুন। এ...

Write a paragraph on "The consequences of climate change in Bangladesh"

  The consequences of climate change in Bangladesh Climate change poses severe threats to Bangladesh, a low-lying delta nation highly vulnerable to environmental shifts. Rising sea levels exacerbate coastal erosion, displacing communities and submerging arable land, while saltwater intrusion contaminates freshwater sources and soil, crippling agriculture—a lifeline for millions. Intensified cyclones, such as Cyclone Sidr and Aila, and erratic monsoon patterns cause devastating floods and riverbank erosion, destroying homes, infrastructure, and livelihoods. By 2050, up to 18 million people could be displaced due to climate impacts. The Sundarbans, a critical mangrove ecosystem and natural storm barrier, faces degradation, threatening biodiversity and coastal resilience. Concurrently, shifting temperatures and rainfall disrupt crop yields, heightening food insecurity and poverty. Health risks from waterborne diseases and heatwaves further strain vulnerable populations. With limited r...