স্মরণীয় বীরঃ সামরিকঃ খালিদ (রাঃ) প্রথম যুগের অনেক মুসলিম সামরিক বিধির প্রণেতা ছিলেন। প্রথম যুগে মুসলিম অভিযানের সময় তিনি মুসলিমদের ব্যবহৃত প্রায় সব প্রধান কৌশলের পথপ্রদর্শক ছিলেন। আরব বেদুইন যোদ্ধাদের ব্যক্তিগত দক্ষতাকে বৃহদাকারে কাজে লাগানো তার অন্যতম প্রধান অর্জন ছিল। তিনি মুবারিজুন নামক ইউনিট গঠন করেছিলেন। এই ইউনিটের সদস্যরা উচ্চপ্রশিক্ষিত ছিল। প্রতিপক্ষের প্রধান যোদ্ধাদের সাথে লড়াইয়ে তাদেরকে খালিদ (রাঃ) সফলভাবে ব্যবহার করেছিলেন যাতে শত্রুর মনোবল ভেঙে যায়। আজনাদয়ানের যুদ্ধ এই প্রকার মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটি উত্তম দৃষ্টান্ত। খালিদ (রাঃ) পূর্ব পর্যন্ত আরবরা মূলত ক্ষুদ্র সংঘর্ষে অংশ নিত কিন্তু তাদের এই ক্ষুদ্র সংঘর্ষের কৌশলগুলিকে তিনি বৃহদাকারে কাজে লাগান। তিনি তার বাহিনীকে শত্রুর সামনে নিয়ে আসতেন এবং সম্পূর্ণ যুদ্ধ বিভিন্ন ইউনিটের মধ্যে ক্ষুদ্র সংঘর্ষে পরিণত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। প্রতিপক্ষের ইউনিটগুলি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পর তিনি তার অশ্বারোহীদের সহায়তায় প্রতিপক্ষের পার্শ্বভাগ থেকে হাতুড়ি ও নেহাই কৌশলে আক্রমণ পরিচালনা করতেন।পুরো সামর...
আসসালামু আলাইকুম। এই সাইটটিতে প্রয়োজনীয় সকল ওয়েবসাইটের তালিকা করতে আমরা কাজ করছি। এই জন্য আমরা বিষয় ভিত্তিক পেজ তৈরী করছি। যাতে আলাদা বিষয়ের ওয়েবসাইট গুলো আলাদা পেজে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক ব্লগ পোস্ট করা হবে নিয়মিত, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন আপনাদের উৎসাহ। আপনারা যদি নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করেন, কমেন্ট করেন ও শেয়ার করেন সেটাই হবে উৎসাহ। আর এই উৎসাহ-ই ওয়েবসাইট টিকে আরোও সুন্দর বস্তুনিষ্ঠ করতে ভূমিকা রাখবে। ধন্যবাদ