সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আত্নার খাবার!

মালেক ইবনে ডিনার একদিন এক দ্বীনি দাওয়াতের সমাবেশে ওয়াজ করার সময় এক ব্যক্তি সমাবেশের মধ্যে থেকে উঠে দাড়ালেন এবং বললেন, “তুমি কি সেই মালেক ইবনে ডিনার, যে মাতাল হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে?”  এ কথা শুনার পর মালেক ইবনে ডিনার কিছুক্ষণ চুপ রইলেন তারপর তিনি বললেন, “হ্যাঁ আমি সেই মালেক ইবনে ডিনার যে একসময় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতো।” এরপর তিনি তার ধার্মিক হওয়ার ঘটনা বলতে আরম্ভ করলেন। তিনি বললেন অন্ধকার জীবনের সময় আমি মদ খেয়ে বাড়ি ফিরতাম। কিন্তু এক কদরের রাত্রে আমি বাহিরে মদ পান না করে মদের বতল নিয়ে বাসায় গেলাম এই ভেবে যে আমি বাসায় গিয়েই মদ পান করবো। বাসায় ফিরে আমি মদের বতল টেবিলের উপর রেখে খাবর খেতে গেলাম, এই সময় আমার ছোট মেয়েটি খেলাধুলা করার সময় তার গায়ে লেগে টেবিলে থাাকা মদের বতলটি পড়ে ভেঙে যায়। তা দেখে  আমি প্রথমে রাগান্বীত হলেও মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে শুয়ে পড়লাম, সে রাত্রে আমার মদ পান করা হলো না। ঠিক এক বছর পর আবারও কদরের রাত্রে বাড়িতে মদ পান করার জন্য আমি মদের বতল নিয়ে বাড়িতে গেলাম এবং মদের বতল টেবিলে রেখে খাবার খেতে গেলাম। কিছুক্ষন পর টেবিলের কাছে এসে দে...