আমরা মুখের স্কিনের যত্নের বিষয়ে মোটামুটি সবাই সচেতন কিন্তু চোখর বিষয়ে কেউই তেমন সচেতন না। চোখের নিচে বেশি সেন্সেটিভ হওয়ায় চোখের নিচের আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। চোখের যত্নে কি কি করা যেতে পারে সে বিষয়ে আজ আলোচনা করব। চোখের ক্রিম: আমরা সবসময় চোখের নিচের ক্রিম লাগাতে ভুলে যায় বা বেশিরভাগ সময়ই এটি ব্যবহার করি না। এমন একটি মশ্চারাইজার দরকার যা চোখের নিচে হাইড্রেশনের ব্যবস্থা করে। ভুল মশ্চারাইজার: আমরা বেশিরভাগ সময়ই মুখে যে ক্রিম ব্যবহার করি ওই একই ক্রিম চোখের নিচে লাগায়। কিন্তু চোখের নিচে বেশি সেন্সিটিভ থাকে এজন্য অবশ্যই আলাদা করে আই ক্রিম লাগাতে হবে। মুখের ক্রিম ও সিরামগুলোতে রেটিনয়েডস থাকে যা চোখের নিচের ক্ষতি করে। ক্রিম সঠিকভাবে নির্বাচন করুন: চোখের চারপাশের ত্বকটি খুব সূক্ষ্ম তবে এর অর্থ এটি নয় যে আপনার একটি মশ্চারাইজার প্রয়োজন। চোখের ক্রিমগুলিতে রেটিনল এবং ভিটামিন এ থাকতে হবে। এতে করে হাইড্রেশন বাড়াতে সহায়তা করবে এবং জ্বালা হওয়ার ঝুঁকিও হ্রাস করবে। ডার্ক সার্কেল: বেশিরভাগ সময়ই দেখা যায় ডার্ক সার্কেলের কারণে চোখের নিচে কালো হয়। আবার অনেক সময় ভালো মত ঘুমিয়েও জেনেটিক প্রবলেমের জ...
আসসালামু আলাইকুম। এই সাইটটিতে প্রয়োজনীয় সকল ওয়েবসাইটের তালিকা করতে আমরা কাজ করছি। এই জন্য আমরা বিষয় ভিত্তিক পেজ তৈরী করছি। যাতে আলাদা বিষয়ের ওয়েবসাইট গুলো আলাদা পেজে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক ব্লগ পোস্ট করা হবে নিয়মিত, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন আপনাদের উৎসাহ। আপনারা যদি নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করেন, কমেন্ট করেন ও শেয়ার করেন সেটাই হবে উৎসাহ। আর এই উৎসাহ-ই ওয়েবসাইট টিকে আরোও সুন্দর বস্তুনিষ্ঠ করতে ভূমিকা রাখবে। ধন্যবাদ